বাউফলে মোবাইলে কথা বলা সময় বিদ্যুস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বাউফলে মোবাইলে কথা বলা সময় বিদ্যুস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফলে ছাদে উঠে স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলা সময় বিদুৎ স্পৃষ্ট হয়ে শিরিন আক্তার (২৫) নামে ছয় মাসের অন্তঃসত্তা এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে। উপজেলার দাশপাড়া ইউনিয়নের কাঠেরপুল এলাকায় তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।ওই গৃহবূধূর স্বামীর নাম বাবুল মৃধা। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত আছেন।
জানা গেছে, ঘটনার দিন রাতে গৃহবধূ শিরিন আক্তার স্বামী বাবুল মৃধার সাথে কথা বলার জন্য পাশের ঘরের ছাদে ওঠে। এ সময়  ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজ লাইনের তারে অসাবধানতাবসত হাত লেগে ঘঠনাস্থলেই মারা যান শিরিন আক্তার। অভিযোগ রয়েছে, স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগে থেকেই  লাইটি অনত্র সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।